ঢাকা: আইনশৃঙ্খলা এত শত, তার মাঝেই তো দেখা যাচ্ছে এখানে ওখানে চলছেই ধ্বংসলীলা, মূর্তি ভাঙচুর। মুক্তিযুদ্ধের স্মৃতি বিনাশ করার অপচেষ্টা। এগুলো অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী দেখে না। তাঁদের চোখের সামনেই যদিও ঘটে এইসব কাণ্ড।
এদিকে, রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, সফল লকডাউনের পর আগামী ১৬ এবং ১৭ নভেম্বর সারা দেশে ঘোষিত ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে।
উল্লেখযোগ্য যে, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, চাকুরীজীবী, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের ১৩ নভেম্বরের লকডাউনে অকুণ্ঠ সমর্থন প্রমাণ করেছে বাংলার প্রতিটি ঘর আজ ইউনূস গংয়ের দানবীয় শাসনের বিরুদ্ধে অধিকারহারা মানুষের দুর্গে পরিণত হয়েছে।
