নারায়ণগঞ্জ: জামাত শিবির আর রাজাকারের দল ছাড়া এই ধরনের অপকর্ম, দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার চরিত্র কোনো সভ্য রাজনৈতিক দলের থাকতে পারে না।
দেশের মানুষ পুড়ে, দুর্ঘটনায় পড়ে শেষ হয়ে যাক- এরা এটাই চায়! দেশটাকে তো দখল করেছেই, বাকি যেটুকু ১/২ % আছে, সেটুকু গোগ্রাসে না গেলা পর্যন্ত এদের শান্তি নেই।
দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা।
এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে।
এমনি এমনি তো পুড়েনি, আগুন দেয়া হয়েছে।
শনিবার সকাল ৬টা নাগাদ শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।
তিনি বলেন, আগের রাতে ১০টার দিকে মহাসড়কের উপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। সারারাত বাসটি সেখানেই ছিল।
শনিবার সকল ৬টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা।
ওসি শাহীনূর বলের, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে বাসের অবস্থা খারাপ। সিটগুলো পুড়ে যায়।
নাজুক পুলিশ অবশ্য এখনো বুঝতে পারেনি কীভাবে আগুন লাগলো বা কে লাগালো! যদিও জঙ্গীরা হাতের নাগালে তবুও এরা চোখে কানা, কানে কালা! এই তো চলছে।
