ঢাকা: ধানমণ্ডি ৩২ এর নামে কাঁপন ধরে এই রাজাকার বাহিনীর। এরা যে কোন উদ্দেশ্যে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, তা প্রতিটি পদক্ষেপে প্রমাণিত।

তবে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা সহজ নয়। যুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তানি দল বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার, কিন্তু অসম্ভব।

এর প্রমাণ আবারো দিলেন নিজন আমিন।

ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছেন রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক হওয়ার পর মায়ের মুচলেকায় ছাড়া পাওয়া কিশোর নিজন আমিন খান।

শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এই মন্তব্য করেন তিনি।

নিজন আমিন খান বলেন, আমাকে মুচলেকা দিতে হয়েছে। বলা হয়েছে, আমাকে যদি আবার ধানমন্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।

পরিষ্কার জানান, ইনশাআল্লাহ, আমি আবারও ধানমণ্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে, এটাই আমার আশা।

আটক কিশোরের বয়স ১৪। ১৩ নভেম্বর লকডাউনের দিন তাকে আটক করা হয়। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা। নিজনের ব্যাগে ছিলো শেখ মুজিবুর রহমানের বাড়ির ইট, এবং মুক্তিযুদ্ধের বই।

অপরাধ তার এটাই। মনে হয় ইট নয়, বোমা বানানোর সরঞ্জাম ছিলো, ইউনূসের পুলিশের আচরণ দেখে তাই মনে হয়। ৬ ঘন্টা আটকে রাখার পর মায়ের মুচলেকা নিয়ে নিজনকে ছাড়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *