চট্টগ্রাম: বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর।

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর ইস্যুতে বিগত দিনে বেশ কিছু বিক্ষোভ সমাবেশ মিছিল এবং কর্মসূচি হয়েছে বাংলাদেশে।

চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। ক্ষিপ্ত হয়ে উঠেছে দেশবাসী।

শেখ হাসিনা বলেছিলেন চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিনের কথা যে বিদেশীরা চাইছে, তিনি রাজি হয়নি। আর এর ফলেই ৫ই আগষ্ট।

কিন্তু ইউনুস এটা দেওয়ার মেন্ডেট নিয়েই ক্ষমতায় আসছে,তার প্রমাণ তো দফায় দফায় পাওয়া গিয়েছে। নিজের দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেবে আর এই দেশের জনগণ আঙ্গুল চুষবে?

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সম্ভাব্য প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় হালিশহর নয়াবাজার মোড় থেকে থেকে শুরু হওয়া মিছিলটি বড়পুল এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে শতাধিক শ্রমিক কর্মচারী মশাল হাতে অংশ নিয়েছেন। স্লোগান উঠতে থাকে ‘বন্দর বিদেশিদের হাতে দেব না’।

স্কপ নেতারা বলেন, এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) ও লালদিয়ারচর ইজারা দেওয়ার প্রক্রিয়া জাতীয় স্বার্থবিরোধী।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। বিদেশিদের হাতে এনসিটি ও লালদিয়ারচর তুলে দিলে এখানে নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *