গাজীপুর: বাড়িতে ডাকাতি হলে জনগণ পুলিশের কাছে যায়, ডি আই জি (পুলিশ) এর বাড়িতে ডাকাতি হলে তাঁরা কোথায় যাবেন?

মুহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশে পুলিশ কর্মকর্তারাও নিরাপদ না। তাঁদের বাড়িতেও চলছে লুটপাট, ডাকাতি!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজির গ্রামের বাড়িতে এই আশ্চর্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে ফেলে, জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

শুক্রবার, ৩১ মে দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনা জনমনে আরো ক্ষোভ এবং সাথে ভয়ের সৃষ্টি করেছে।

১০/১২ জনের একটি ডাকাতদল এই ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তাঁদের।

ভুক্তভোগী নাজমুল আলম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় তিনি ও তাঁর স্ত্রী বসবাস করেন। তাঁদের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন।

ভোররাতে ডাকাতদলটি জানালার গ্রিল কেটে বাড়িতে হানা দেয়। দরজাও ভেঙে ফেলে। দেশীয় অস্ত্র বের করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।খবর পেয়ে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাও বাবার বাড়িতে আসেন।

ডাকাতদল ঘরে ঢুকে তাঁদের হাত পা বেঁধে সোনা এবং টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *