রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা নতুন বউবাজারস্থ বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্র ভেঙেচুরে সব উলোট পালট করে ফেলে সন্ত্রাসীরা।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট ধরে সন্ত্রাসীরা ঘরে এই তাণ্ডব চালায়।
শুধু তাই নয়, বাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, হামলার সময় খালেদ বিপ্লব বাড়িতে ছিলেন না; তিনি গত বছরের ৫ আগস্ট থেকে বাড়ির বাইরেই আছেন।
দুর্বৃত্তরা ঘরে ঢুকে তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, এসি, ফ্রিজসহ আরো অনেক আসবাবপত্র ভাঙচুর করে।
খালেদের মা বাবাকে প্রবল অত্যাচার করা হয়।
খালেদের বাবা হেলাল উদ্দিন (৬২) একটি কক্ষে আটকে রাখা হয়। মা খালেদা বেগমকে (৫৩) বাধা দিতে গেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
যারা হামলা চালাতে এসেছিলো, তাদের দলে প্রায় ১০০/১৫০ জন ছিলো বলে দাবি পরিবারের।
সন্ত্রাসী হামলায় খালেদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।
পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশের টহল দলের তিন সদস্য রাতে বাড়িটি পরিদর্শন করেন এবং খালেদা বেগমকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তবে নিরাপত্তাহীনতার কারণে তিনি হাসপাতালে যেতে সাহস পাননি।
