কক্সবাজার: টেকনাফে ফের অস্ত্র, মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রচুর পরিমাণ অস্ত্র এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন টেকনাফ স্টেশন এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় টেকনাফ থানার দমদমিয়া এলাকার নেচার পার্কে।
পার্কের ভেতরে একটি পুকুরে প্রায় এক ঘণ্টা পুরো চিরুণী তল্লাশি চালিয়ে ডুবন্ত অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়।
বস্তাটি তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করা হয়।
এছাড়াও উদ্ধার হয়েছে ২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ।
তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।