ঢাকা: আজ, সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
এই ট্রাইব্যুনালকে বলা হচ্ছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এর পুরোটাই এখন জামাতির দখলে।
২০২৪- জুলাইয়ে বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলনের সময়ে ‘মানবতাবিরোধী অপরাধ’ (জুলাই আন্দোলনের সময়ে হত্যাকাণ্ড)-এর অভিযোগ রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে।
এদিকে, আওয়ামী লিগ বাংলাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল শাটডাউন চলেছে দেশজুড়ে। আজকেও শাটডাউন ঘোষণা আছে।
এই আবহে দেশের নিরাপত্তা জোরদার করল মহম্মদ ইউনূস সরকার। জনমনে একটা আশঙ্কা তো আছেই।
‘মানবতাবিরোধী অপরাধ’-এর মামলায় হাসিনা ছাড়াও অভিযুক্তের তালিকায় আছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের বাহিনী মোতায়েন আছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।
ঢাকায় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং এর অংশ হিসেবে সরকারের দিক থেকে ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
