ঢাকা: শেখ হাসিনার ওপর ক্ষোভ, তা জঙ্গী শিবির সন্ত্রাসীরা ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে যায় কেন? ধানমন্ডি ৩২ কী দোষ করলো?
তাহলে এই জায়গাটি তো পরিষ্কার যে এরা ৭১ এর স্মৃতিচিহ্ন বিনাশ করতে চায়।
হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু মনের আঁশ মেটেনি জঙ্গীদের। ৩২ নম্বরের ওপর আক্রমণ তারাই করছে, যারা বাংলাদেশ নামে কোনও স্বাধীন রাষ্ট্র চায়নি, যারা ধর্মনিরপেক্ষতা চায়নি, যারা একাত্তরে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, যারা পাকিস্তানের মতো জঙ্গীরাষ্ট্রের সঙ্গী হতে চেয়েছিল।
তারাই আজ আগুনে পোড়াচ্ছে সব, তারাই আজ ক্ষমতা ভোগ করছে।
শেখ মুজিবের নাম ইতিহাস থেকে মুছে দেবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করবে, এই স্বপ্ন তো তাদের নতুন নয়। ৫ আগস্টের পর থেকে স্বপ্ন পূরণ করছে তারা।
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)।
এদিনেই দুটি বুলডাজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাবি তো এখন জঙ্গী শিবিরের দখলে।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা।
বুলডোজার মিছিলে শিক্ষার্থীরা দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ইন্টেরিম তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
