ঢাকা: মিথ্যার আশ্রয় নিয়ে দেশটাকে শেষ করেছে জুলাই জঙ্গীরা। জুলাই সনদে নাম উঠিয়ে ১৫ মাস যাবত রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে এরাই। যেমন সরকার তেমন তার সাঙ্গোপাঙ্গ। তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেই।

গোটা জুলাইটাই তো ভুয়া। তার আবার জুলাই যোদ্ধা!? জুলাই আন্দোলনটাই তো মেটিকুলাস ডিজাইন।

যেখানে পুরো আন্দোলনটাই ভুয়া সেখানে ভুয়া লোকজন থাকবেই। এইটা নিয়া এতো গপ্প করারও কিছু নেই।

তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ সংক্রান্ত তালিকা থেকে এই ৫৩ জনের নাম সরকারিভাবে বাতিল করা হলো। আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন এলাকায় ও সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগে বলা হয়, পূর্বে তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তি জুলাই অভ্যুত্থানে আহত হননি বা আন্দোলনে অংশ নেননি। এসব অভিযোগের ভিত্তিতেই যাচাই-বাছাই শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগেও ভুয়াদের নাম বাদ গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *