ঢাকা: এখন রাজাকার আর নব্য রাজকারের মাঝখানে কোনো দেশপ্রেমী আসবে না। তাঁদের অ্যালাও করা হবে না।
বাংলাদেশ এখন জঙ্গীরাষ্ট্রের দিকে উত্থান করছে, গুরু তো আছেই পাকিস্তান। ৭১-এ মা বোনদের ধর্ষণ করেছে, নির্যাতন করেছে বাঙালিকে, সেসব এখন অতীত। বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই।
স্বরাষ্ট্র উপদেষ্টা তাই নির্লজ্জের মতো কথা বলতে পারেন। তবে পাকিস্তানের সাথে যার ওঠাবসা তার সাথে কোনো সভ্য দেশ যোগাযোগ রাখবে না, এটাও সত্য। ফলে বাংলাদেশের পাসপোর্টকেই এখন সন্দেহের চোখে দেখা হয়।
বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ অ্যাকাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।
বৈঠকে পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে মিথ্যাবাদী রাজাকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক।
গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পাকিস্তান সফর করেছেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।
