ঢাকা: অবশেষে বাংলাদেশের জন্য এল সেই মুহূর্ত। জয়ের আনন্দ পেতে বাংলাদেশকে দীর্ঘ ২২ বছর অপেক্ষা করতে হয়েছে।
২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে এসেছিল সর্বশেষ। যা দেখা গেছে, জাতীয় স্টেডিয়ামে আজ মুন্নার আত্মা যেন ভর করেছিল শেখ মোরসালিনের ওপর।
তাঁর গোলেই ভারতকে ২২ বছর পর ১–০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হার ভারতের জন্য হতাশার। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে।
ম্যাচে ভারতীয় দলের ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সংগঠনের অভাব স্পষ্ট হয়ে উঠেছিলো।
ম্যাচের শুরুতে ভারত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, মাত্র ১১ মিনিটেই খেলার গতির বিরুদ্ধে গোল পেয়ে যায় বাংলাদেশ।
শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে জয় মিলেছে বাংলাদেশের।
মঙ্গলবার ঢাকা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
