ঢাকা: কথাতেই আছে ধর্মের কল বাতাসে নড়ে! নাহ! এগুলো তো আর চাইলেই চেপে রাখা যায়না।

প্রতিদিন কোথাও না কোথাও গুম, খুনের ঘটনা ঘটছেই। অথচ ডাস্টবিন শফিক কিন্তু ঠিকই অন্তর্বর্তী সরকারের সুনাম গেয়ে চলেছেন।

মানুষ ঘর থেকে বেরোতে পারে না। অপহরণ, খুনের ভয়ে।

গত ৭ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ী এলাকা থেকে ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত রায়কে অপহরণ করা হয়। পরে তাঁর বাবার কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এদিকে, টাকা না পেয়ে এবং বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তাঁকে হত্যা করা হয়।

অপহরণের ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ৯২১টি অপহরণের মামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে তিনজন মানুষ অপহৃত হয়েছেন।

এতে নাগরিক জীবনে ভয় ছড়িয়ে পড়ছে। হারিয়ে যাচ্ছে নিরাপত্তাবোধ। দিনের আলোতেও এই ঘটনা ঘটছে।

সাধারণ মানুষের মতে, প্রকৃত অপহরণের সংখ্যা পুলিশের রেকর্ডের চেয়ে অনেক বেশি। রাজনৈতিক প্রভাব বা ভয়ে অনেক মামলা হয় না। ভুক্তভোগীরা আতঙ্কে থাকেন।

ছাত্রদের নিরাপত্তা নিয়েও অভিভাবকরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *