ঢাকা: কখন যে কাকে চাকরিচ্যুত করা হচ্ছে তার ইয়াত্তা নেই। কখন যে কাকে জেলে ভরছে, খুন করছে কোনো ঠিকানা নেই, জবাবদিহি নেই।

এইবার জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

তিন সরকারি কর্মকর্তা হলেন- কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার।

বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

তবে কোনো কারণ জানা যায়নি। সূত্রে জানা গেছে, কোনোধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চাকরিচ্যুত কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বগুড়ায় ও নবমিতা সরকার পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ প্রশিক্ষণ থেকে বিদায়ের দিন তাঁদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে শুধু প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, ‘শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *