ঢাকা: সব বিমানবন্দরে অঘটন ঘটছে। নতুন নতুন সব অঘটন। আন্তর্জাতিক বিমানবন্দরেও কোনো নিরাপত্তা নেই।
এইবার হাস্যকর ঘটনা ঘটলো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঢাকাগামী ইউএস–বাংলার একটি উড়োজাহাজ। এ সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান, রানওয়েতে হঠাৎ নাকি কিছু একটা দেখা যাচ্ছে।
খোঁজাখুঁজি করে দেখা মিলল এক শিয়ালের। অতঃপর কষ্টে শিয়াল সরিয়ে দেওয়ার পর উড্ডয়ন করে উড়োজাহাজটি।
শাহ আমানত বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে। উড়োজাহাজটির উড্ডয়নের সময় ছিল ১১টা ৪০ মিনিট। তবে শিয়ালের আগমনে উড়োজাহাজটি উড্ডয়ন করে দুপুর ১২টা ৬ মিনিটে।
