ঢাকা: ইউনূস আমলে আগুন সন্ত্রাস দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাস, ট্রেনে আগুন দিয়ে খাক করা হচ্ছে।

ঢাকার রামপুরায় একটি বাসে আগুন লেগেছে।

বুধবার রাত ১০টার দিকে বিটিভি ভবনের সামনের সড়কে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে বাসটি পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেছেন, “ভিক্টর পরিবহনের বাসে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।”

এখানেই শেষ নয়, একই রাতে আরো পৈশাচিক ঘটনা ঘটেছে।

রামপুরায় বাসে আগুন দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হয় বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখযোগ্য যে, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় হয় পাঁচ বছরের কারাদণ্ড।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে সোমবার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *