পিরোজপুর: বাংলাদেশে নদী খাল ও পেয়ারার জন্য খ্যাত পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় হাড়জি গ্রামের হালদার বাড়ি অর্থাৎ হিন্দু পাড়ায় গত ৩০ মে বিকেল আনুমানিক চারটায় একদল উগ্র ইসলামী লোক সঙ্ঘবদ্ধ হয়ে ভয়াবহ হামলা করেছে। হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
এই সঙ্ঘবদ্ধ গ্রুপটি বিগত আওয়ামীলীগ সরকার পতনের পর অর্থাৎ ২০২৪ সালের ৫ আগষ্টের পর মঠবাড়িয়া বড় হারজি হালদার বাড়ি হিন্দুদের জায়গা জোরপূর্বক দখল নিয়ে বেড়া দিয়েছিল, এবং তখন বলেছিল তোরা দেশ ত্যাগ কর, না করলে তোদের হত্যা করবো বলে হুমকি দেয়।
সেই হুমকিদানকারিরাই গতকাল শুক্রবার বিকেলে এই হিন্দু পাড়ায় হামলা করে, এবং হামলাতে শিশুসহ ৫ জনকে মেরে আহত হয়েছে।
আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরিশাল মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জন্য বলেছেন চিকিৎসক যাদের অনেকের অবস্থা আশংকাজনক।
হামলাকারি সন্ত্রাসীদের নামের একটি তালিকা পাওয়া গেছে।
এরা হলো-
১. মুছা মৃধা (৪০) পিতা :- সোবাহান মৃধা।
২. বেল্লাল মৃধা (৪২) পিতা :- সোবাহান মৃধা।
৩. সুমন (২৪) পিতা :- ইদ্রিস
৪. কবির(৫০) পিতা :- আমজেদ আলি,
৫. সোবাহান(৬০) পিতা :- হোসেন,
৬. মুনসুর (৫৫) পিতা :- হোসেন,
৭. ওবায়দুল (২৫) পিতা :- সালাম
৮. রুম্মান (২০), পিতা :- সালাম।
সন্ত্রাসীদের ভয়ে ক্ষতিগ্রস্ত হিন্দুরা থানায় মামলা করতেও ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন।