ঢাকা: বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হতে চলেছে। বৃহস্পতিবার বিতর্কিত এই ব্যবস্থার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।

অর্থাৎ যেটা হয়েছে, সেটা হলো, আগামী দিনে ভোটের আগে বাংলাদেশে কোনও নির্বাচিত সরকার থাকছে না। সব ক্ষমতা তুলে দেওয়া হবে তত্ত্বাবধায়কের হাতে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তার পরের অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।

উল্লেখযোগ্য যে, ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ডামাডোল পেটা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আগুন খেলা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। এজন্য সংবিধান সংশোধন করা হয়। তবে ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছিল।

এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের আজকের রায়ের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি এই রায়কে ‘প্রহসন’ এবং বর্তমান সরকারের ইচ্ছার ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে অভিহিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন, বর্তমান ‘অনির্বাচিত ও অসাংবিধানিক’ সরকার আগামী নির্বাচনে কারচুপির উদ্দেশ্যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই কার্যকর করছে না।

স্ট্যাটাসে তিনি সাফ বলেন, ‘‘সুপ্রিম কোর্ট আজ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছে, তবে আসন্ন নির্বাচন থেকে নয়, কেবল পরবর্তী নির্বাচন থেকে এটি কার্যকর হবে। আবারও, এটি একটি প্রহসনমূলক রায়, যা এই অনির্বাচিত, অসাংবিধানিক এবং অবৈধ সরকার যা চায়, তারই রাবার স্ট্যাম্প মাত্র।’’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *