ঢাকা: জামায়াতে ইসলামী ভোটের নামে “জান্নাতের টিকিট বিক্রি করে” মানুষের সঙ্গে প্রতারণা করেই আসছে।
জামায়াত বরাবরই ধর্মকে পূঁজি করে রাজনীতি করে আসছে। ধর্মের দোহাই দিয়ে, বাঙালি জাতীয়বাদকে অস্বীকার করে গণহত্যাকারী পাকিস্তানের হানাদারদের প্রতি আনুগত্য প্রকাশ করা দল জামায়াত।
কখনো তারা বলছে -জামায়াতকে ভোট দিলে জান্নাতের টিকিট দিবে। কখনো বলছে- জামায়াতকে যারা ভোট না দিবে তারা কাফের।
এ দলটি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাই চায়নি।
এদিকে মিথ্যায় পারদর্শী এই রাজাকার গোষ্ঠী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন।
সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করেনা।
রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সকল ধর্মের বর্ণের গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না।
তিনি আরও বলেন, একমাত্র ইসলামই সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। তাই আগামী নির্বাচনে সারাদেশে ইসলামপন্থী আলেম-ওলামা ও আল্লাহ ভীরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রে সকল মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।
গোলাম পরওয়ারের কথা শুনে মাটি দু ভাগ হবে।
বলেন, ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিদিন সকাল বিকেল গ্রুপ করে মহিলা অঙ্গনে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছাতে হবে।
