ঢাকা: ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হলো দেশজুড়ে। বাংলাদেশে আজ শুক্রবার সকালে ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে, তাকে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫. ৭।

এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এদিকে ভূমিকম্পে অঘটন ঘটে গেলো। ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী মারা গিয়েছে।

বংশাল থানার ওসির রফিকুল ইসলাম বলেন, “ভূমিকম্পের মধ্যে কেপি ঘোষ স্ট্রিটের ওই পাঁচ তলা ভবন থেকে রেলিং ভেঙে পড়ে।”

সেখানে ঘটনাস্থলেই মারা যান দুই পথচারী। এবং মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর মারা গিয়েছেন আরেকজন।

ভূমিকম্পের সময় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। লোকজন বাসাবাড়ি ছেড়ে বের হয়ে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *