ঢাকা: মুক্তিযুদ্ধে বাঙালি জাতির সাথে জামায়াতের প্রতারণা এদেশের মানুষ এখনো ভুলেনি। জামায়াত আপ্রাণ চেষ্টা করছে যেন এদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভুলে যায়।
এ কারণেই আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তিযুদ্ধ বিরোধী ভূয়া ন্যারেটিভগুলো প্রতিষ্ঠার পাশাপাশি, এখন জুলাই জঙ্গীদেরও কথিত ‘দ্বিতীয় স্বাধীনতা’র যোদ্ধা পরিচয়ে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সমতুল্য হিসেবে মানুষের চোখে তুলে ধরা জামায়াতের নতুন একটি ষড়যন্ত্রমূলক মিশন।
এমনকি এখন একাত্তরকে “বস্তাপচা” বলার দুঃসাহস দেখিয়েছে। এরাই না ক্ষমা চেয়েছিলো?
এটি এসেছে সেই শক্তির মুখ থেকে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করেছিল।
এই ঘৃণ্য মন্তব্য করেছেন, নরসিংদী-২ আসনে জামায়াতের প্রার্থী জনাব আমজাদ হোসেন।
জামায়াত আবারও প্রমাণ করল তারা আজও সেই একই গণহন্তারক মানসিকতার ধারক, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে বাংলার মাটিতে মানবতার ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল।
শহীদদের রক্ত, মা-বোনের সম্ভ্রম, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম—সবকিছুকে উপহাস, ধর্ষণ করার নামই জামায়াত।
আর এখন তো দেশ জামাত শিবিরের দখলে।
মুক্তিযুদ্ধবিরোধী এই শক্তির বিষাক্ত কথাবার্তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
