ঢাকা: শুক্রবার সকালে বাংলাদেশে ভূমিকম্পে মারাত্মক ক্ষতি হয়েছে বাংলাদেশের। তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গিয়েছেন।

এদিকে, আহতের সংখ্যাও কম নয়। রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পে শিক্ষার্থী ও শিশুসহ আহত অন্তত ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এসেছে।

সংখ্যাটা আরো বেশিও হতে পারে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আহতদের দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ভূমিকম্পে আহতরা হলেন– আরাফাত (২০), নুরুল হুদা (২০), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত পুরুষ(৪০), তানজিল হোসেন(২৬), তানভীর হোসেন(২৬), হারুনুর রশিদ (৫৫), সাদিক শিকদার (২৬), রিপন (২৮) বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮) মধু (৩০) ও সজীব (২২)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *