ঢাকা: শীতকাল এলেই সবজি খেতে ইচ্ছে করে। কারণ এই সময় বাজার সবজি, শাকে সবুজ হয়ে থাকে।
রাজধানীর কাঁচাবাজারগুলো দেখা যাচ্ছে ভর্তি। তবে বর্তমানে সরবরাহ বাড়লেও দাম কিন্তু এখনো চড়া। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই। তবে এর কারণ নাকি কারো জানা নেই।
আজ, শুক্রবার (২১ নভেম্বর) সকালেও রাজধানীর বিভিন্ন বাজারে এহেন দৃশ্য দেখতে পাওয়া গেছে । জনগণ ভুক্তভোগী হচ্ছে।
খিলক্ষেতের ব্যবসায়ীরা জানান, শীতকালীন সবজি বাজারের দাম বাড়ার কারণ হচ্ছে সিন্ডিকেট। আমাদের বেশি দামে কিনতে হয়। ফলে কি করব আমরা।
প্রসঙ্গত, বাজারে মানভেদে ফুলকপি প্রতিপিচের দাম ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকা ও পটোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে ২০ টাকা থেকে ৩০ টাকা, গাজর ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, শালগম ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এছাড়াও প্রতি কেজি কাঁচা মরিচের দাম হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা।
জিনিসের যদি এত দাম হয়, মানুষ কী খেয়ে বাঁচবে? শাক সবজি ও না, মাছ মাংস ডিম না। তাহলে কী?
সিন্ডিকের হাতে আবারও বন্দি হয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারগুলো। পর্যবেক্ষণের মানুষ নেই।ষ
