ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা–১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ, শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগম।
৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও তাঁর রাজনৈতিক সচিব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা আহমেদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে।
একইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। জীবনে রেখে গেছেন বহু শুভানুধ্যায়ী।
দেখা গেছে, শুক্রবার দুপুরে জানাজা নামাজে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
