চট্টগ্রাম: আওয়ামী লীগের গ্রেপ্তারি চলছেই। গত দেড় বছরে হাজার হাজার লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে শুধু আওয়ামী লীগ করার জন্য। তাঁদের দোষ তাঁরা আওয়ামী লীগের।
চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়ক এলাকা থেকে আবু বকর চৌধুরী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবু বকর চৌধুরী মৃত বোচন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আবু বকর পলাতক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের নামে তো আর এমন কিছু পায় না, ঐ জুলাই মাসের ঘটনা তো আছেই।
মামলাটি গত বছরের জুলাই মাসে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
