ঢাকা: জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইনের কথা এখন বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্ব জেনেছে যে কী হয়েছিলো।

সম্পূর্ণ ষড়যন্ত্র করে দেশকে বিক্রি করে দেয়ার জন্য নির্বাচিত সরকারকে হটিয়ে এখন অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। তবে একে তো আর চালানো বলে না। জঙ্গীরা দখল করেছে দেশ।

আর ইউনূসের ক্ষমতা দখলের মেটিকুলাস ডিজাইনে করা ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ চাল ছিলো পুলিশ হত্যা। পুলিশ হত্যা ও পুলিশকে বিতর্কিত করণের মাধ্যমেই এই বাহিনীটিকেই প্রথমে জিম্মি করে ফেলা হয়।

এরপর ক্ষমতা দখল করে জুলাই জঙ্গীদের দিয়ে সারাদেশে মব-সন্ত্রাস, মিথ্যা-মামলার মাধ্যমে চাঁদাবাজি করে আওয়ামী লীগ নেতাকর্মী ও ব্যবসায়ীদের নাস্তানাবুদ করে মসনদে নিজের অবস্থান শক্ত করে ইউনূস৷

পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। গর্ভবতীকেও ছাড় দেয়া হয় না। এ যেন একাত্তর থেকেও ভয়ঙ্কর অবস্থা।

তবে সেই পুলিশ এখন আর অপরাধ দমনে কার্যকরী ভূমিকা নেয় না। মবের হাতে জনগণকে ছেড়ে দিয়ে কেবল লাশ উদ্ধার করতে যায়।

শুধু মাত্র অবৈধ সরকারের আদেশে আওয়ামী লীগ দমনপীড়ন ব্যতীত, প্রকৃত অপরাধ-সহিংসতা দমনে পুলিশকে নিরুৎসাহিত করছে স্বরাষ্ট্র উপদেষ্টা জোকার জাহাঙ্গীর গং। ফলে দেশের মানুষও আজ চরমভাবে অনিরাপদ।

অথচ দিনের পর দিন মিথ্যাচার করেই যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

২০২৫ সালে পুরো বছর জুড়ে বাংলাদেশে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১১ জন করে, জনগণ ঘরের বাইরে যেতেও এখন ভয় পায়। নিরাপত্তা চাইবে কার কাছে?

জনগণের সাথে প্রতারণা করেছে সুদখোর ইউনূস গং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *