ঢাকা: কলেজের ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস চাই তার জন্য সড়ক অবরোধ করে জনগণকে ভোগান্তিতে ফেলা? এ কেমন যুক্তি? প্রশ্ন আমাদের নয়, প্রশ্ন জনগণের।

দেশের জন্য এত এত উপদেশ দেয়া উপদেষ্টাদের কারো কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর নেই?

ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ঢাকা কলেজে। শুক্রবার দিবাগত রাতে মিরপুর-নিউমার্কেট সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এতে করে ব্যস্ত সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে কলেজের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রতিবাদে সড়কে নামেন।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান ইলিয়াস হল দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে প্রশ্ন উঠতে থাকে।

প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ থাকে। এর ফলে নিউমার্কেট-মিরপুর সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। জনগণের মারাত্মক অসুবিধায় পড়তে হয়।

আর শুধু যে সাধারণ মানুষ রাস্তায় থাকে এমন তো নয়, কত ইমার্জেন্সী ঘটনা থাকে, চিকিৎসার ব্যাপার থাকে।

অবশেষে রাত সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *