কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) এবং ফজলু খান (৫৫) নামে দুই ভাই মারা গিয়েছেন।
দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে।
ঘটনা সম্পর্কে জানা গেছে, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। আগে থেকেই ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতায় স্পৃষ্ট হয়ে যান তাঁরা ।
তাকে বাঁচাতে এগিয়ে যান তার ছোট ভাই ফজলু খান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
