ঢাকা: প্রখ্যাত হাটুঁ প্রতিস্থাপন সার্জন ডা. মুজতবা আলী গ্রেপ্তার হলেন।
তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
জনগণ ঘিরে ধরে আলীকে। ধামাকা শপিংএর ক্ষতিগ্রস্থরা এম. আলী স্যারকে ধরে ভাটারা থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে।
তবে তিনিও মবের শিকার হয়েছেন। ‘ধামাকা শপিংয়ের’ চেয়ারম্যান ডা. মুজতবা আলীকে (এম. আলী) কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার ঢাকার মহানগর হাকিম রাকিবুল হাসান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানানো হয়েছে, এম আলীর বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একটি মামলা রয়েছে। এ মামলায় শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে আজ তাকে আদালতে পাঠানো হয়।