নাটোর: বিএনপি কার্যালয় থেকে উদ্ধার করা হলো দেশীয় অস্ত্র। নাটোরের সিংড়ায় বিএনপির অফিস থেকে দেশীয় অস্ত্রসহ কুদ্দুস আকন্দ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে সিংড়ার বামিহাল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে।
জানা যাচ্ছে, আব্দুল কুদ্দুস আকন্দ সিংড়া উপজেলার বামিহাল গ্রামের প্রয়াত খোকা আকন্দের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঐ ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়।
কুদ্দুসের জুলুমের শেষ ছিলো না। জনগণরা বলছেন, ব্যক্তিগত উদ্যোগে বামিহালে বিএনপির পার্টি অফিস খুলে এলাকায় চাঁদাবাজি, ভূমি ও পুকুর দখল করে, হুমকি ধমকি দিয়ে আসছিল সন্ত্রাসী কুদ্দুস আকন্দ। এরপরই পার্টি অফিসে অভিযান চালানো হয়।
কুদ্দুস আকন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।