ঢাকা: দেশে বজ্রপাতে প্রায়ই মারা যাচ্ছে লোকজন। একইসাথে বায়ুদূষণ, তাপপ্রবাহ, গাছ পালা কমে যাওয়ায় দেশে বজ্রপাতের প্রবণতা বাড়ছে।
গতকাল বজ্রপাতে ছয় জেলায় প্রাণ হারিয়েছেন মোট ১০ জন। এর মধ্যে কুমিল্লায় মারা গিয়েছেন তিনজন এবং ঝিনাইদহ ও কুড়িগ্রামে চারজন মারা গেছেন। গাইবান্ধা, বগুড়া ও নারায়ণগঞ্জে মারা গেছেন তিনজন।
কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ তিনজন মারা গিয়েছেন।
জানা গিয়েছে , তাঁরা সবাই খেয়াপারের জন্য ঘাটে অপেক্ষায় ছিলেন।
মৃতরা হলেন মমতাজ বেগম (৩৭), জাকিয়া (২৩), রাশেদ মিয়া (২৩)।
এদিকে, ঝিনাইদহে সদর উপজেলার আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস জমিতে কাজ করছিলেন। বৃষ্টিতে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান শিমুল বিশ্বাস।
একইভাবে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। তিনিও মারা যান।
এদিকে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গাবতলীতে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বজ্রপাতে ১৩ বছরের এক ছাত্র মারা গেছে। নাম ওয়াসিম।
এছাড়াও, কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বাবলু মিয়া বজ্রপাতে মারা যায়।
পাশাপাশি, একই উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়।
