ঢাকা: কারা হেফাজতে প্রতিবছর গড়ে মারা যাচ্ছেন ৭৮ জন।

তবে আওয়ামী নেতাদের কারা হেফাজতে মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। কারণ দেশের পরিস্থিতিই সুস্থির নয়।

গত বছর ৮ আগস্ট থেকে চলতি বছর নভেম্বর পর্যন্ত ১৫ মাসে কারা হেফাজতে মারা গেছেন ১১২ জন। এর মধ্যে গত বছর আগস্টে চারজন, সেপ্টেম্বরে চারজন, অক্টোবরে তিনজন, নভেম্বরে তিনজন এবং ডিসেম্বরে তিনজন মারা গেছেন।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর তথ্যমতে গত পাঁচ বছরে ৩৯২ জন বন্দির মৃত্যু হয়েছে।

হিসাবে বলছে, গড়ে প্রতিবছর অন্তত ৭৮ জন বন্দি মারা যান। বিভিন্ন রোগ এবং বার্ধক্যজনিত কারণে কারা হেফাজতে নিয়মিত বন্দির মৃত্যু হচ্ছে।

যদিও আগেই বলেছি, সব মৃত্যু রোগে নয়। বহু অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে।

আসক তথ্য মতে, ২০২৪ সালে কারা হেফাজতে মারা গেছেন ৬৫ জন, যাঁদের মধ্যে দণ্ডিত ২৩ জন এবং বিচারাধীন ৪২ জন। ২০২৩ সালে মারা গেছেন ১০৬ জন। এর মধ্যে দণ্ডিত ৪২ জন এবং বিচারাধীন ৬৪ জন।

আর ২০২২ সালে মারা গেছেন ৬৫ জন, এর মধ্যে দণ্ডিত ২৮ এবং বিচারাধীন ৩৭ জন। ২০২১ সালে মারা যান ৮১ জন, দণ্ডিত ৫২ জন এবং বিচারাধীন ২৯ জন। ২০২০ সালে মারা যান ৭৫ জন। এর মধ্যে দণ্ডিত ৩০ জন এবং বিচারাধীন ৪৫ জন।

চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মারা গেছেন ৯৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে ১৩ জন, মার্চে পাঁচজন, এপ্রিলে ছয়জন, মে মাসে সাতজন, জুনে পাঁচজন, জুলাইতে ১০ জন, আগস্টে ৯ জন, সেপ্টেম্বরে আটজন, অক্টোবর ১৪ জন এবং নভেম্বরে ১২ জন মারা গেছেন।

এই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত পাঁচজন নেতা মারা গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *