খাগড়াছড়ি: এই ধর্ষণের শেষ কোথায়?

আর কত ! এর শেষ কোথায় ? আর কতদিন চলবে এইসব?

পাহাড় থেকে সমতল, ধর্ষকরূপী হায়নাদের থাবা থেকে নারী কিশোরী শিশু কেউ রেহাই পাচ্ছে না। এমনকি বৃদ্ধারাও ধর্ষণের শিকার হচ্ছেন!

সম্প্রতি খাগড়াছড়ি ভাইবোনছড়ার লতিবান পাড়ায় এক ত্রিপুরা কিশোরী গণধর্ষণের শিকার হয়।

কিশোরীর বয়স ১৪ বছর। ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সিপিবি’র তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা যায়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ জুলাই ২০২৫,এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়ায় ১৪ বছর বয়সী এক ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই বর্বর গণধর্ষণের ঘটনা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বরং সমগ্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।

ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ মানসিক আঘাতের কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছিল, তারপরেই এই জঘন্য ঘটনা প্রকাশ্যে আসে।

নেতৃবৃন্দ বলেন, গত ২৭ জুন, রথযাত্রার মেলা শেষে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপনরত অবস্থায় ছয়জন ব্যক্তি গভীর রাতে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ধর্ষণের সময় তার আত্মীয়কে বেঁধে রাখা হয়। তারপর ঐ কিশোরীর উপর অত্যাচার চালানো হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত চারজন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে বল জানা গিয়েছে।

নেতৃবৃন্দ পরিষ্কারভাবে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এ দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

তবে ধর্ষককে গ্রেপ্তার করা হয় ঠিকই, তারপর তাদের জামাই আদরে রাখা হয়। ফলে আইনের ভয় না থাকায় একটার পর একটা অঘটন হয়েই চলেছে।

এছাড়াও খাগড়াছড়ি শহরে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

মামলার অন্য দুই আসামি হলেন মো. মুনির ইসলাম (২৯) ও মো. সোহেল ইসলাম (২৩)। তারা পলাতক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *