কুমিল্লা: একের পর এক আওয়ামী, ছাত্রলীগ নেতাকর্মীরা তো গ্রেপ্তার হচ্ছেনই, সাথে ভুয়া তকমা দিয়েও চলছে গ্রেপ্তারি।
১৫ বছরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগ তকমা দিয়ে।
হোসেন মিয়ার বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসা আর হয়নি তার। ১৫ বছর বয়সী এই শিক্ষার্থী এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী।
‘ছাত্রলীগের কর্মী’ সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ইমরানের পরিবার বলছে, পুলিশ যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি—ইমরান কোনো রাজনৈতিক কাজে জড়িত নয়।
ইমরান হোসেন চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে। ইসহাক মিয়া বলছেন, গত সোমবার গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে গিয়ে ইমরানকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়।
ছেলে যেন পরীক্ষায় অংশ নিতে পারে—সে জন্য প্রবেশপত্র নিয়ে থানায় গেলেও লাভের লাভ কিছুই হয়নি।
ইসহাক মিয়া অভিযোগ করে আরো বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করানো হয়েছে। ছেলে বা আমি কেউই রাজনীতি করি না। ছেলের পরীক্ষার দিন ওকে কারাগারে পাঠানো হলো। এটা ভয়ংকর অন্যায়।’
