কক্সবাজার: দানব আগুন খাক করে ফেলেছে গোটা দেশটা। সরকার নাচে, আনন্দ করে, সবক্ষেত্রেই ক্ষতি কেবল সাধারণ জনতার।
প্রতিদিন কোথাও না কোথাও আগুন লাগছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
এবার কক্সবাজারের উখিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে ১৬টি দোকান।
শীত আসছে, এইসময় আগুনের ফুলকি থেকেই দানব আকার নিতে সময় নেয় না আগুন।
এ ঘটনায় দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া বাজারের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিজাখিল গ্রামের আলী মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৫৭)। তিনি কাঁচাবাজারের প্রবেশমুখে ম্যাট্রসেস দোকানের মালিক ছিলেন।
আগুনে যারা আহত হয়েছেন সেই ১০ জনের মধ্যে ৬ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর দগ্ধ ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুনে মারাত্মক ক্ষতি হয়েছে।ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা হতে পারে।
তাছাড়া বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই তো কোনো ফায়ার সার্ভিস যে ঢুকবে সেই রাস্তাটাই থাকে না।
কেউ বিপদের কথা চিন্তা করে না। সবার যে যার মতো।
উখিয়া বাজারে দীর্ঘদিন ধরেই কোনো পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম নেই। সরু রাস্তা ও ঝুলন্ত বৈদ্যুতিক তারের কারণে আগুন নেভাতে লেগে যায় প্রায় দুই ঘণ্টা ।
