ঢাকা: টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে শিশুদের সারা দেশে।
বুধবার পর্যন্ত অন্তত এক কোটি ৭০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপ-পরিচালক শাহরিয়ার সাজ্জাদ আজ সিরডাপে এক অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য প্রকাশ করেন।
টিকাদান শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী চার কোটি ৯০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার জন্য টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক মো. সায়েদুর রহমান এই বিষয়ে বলেছেন, দেশে টাইফয়েড কমাতে এই টিকা অপরিহার্য।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেন, কিছু লোক সামাজিক যোগাযোগমাধ্যমে টিকাদান কর্মসূচি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাদের শনাক্ত করে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে।
