চট্টগ্রাম: জোর জবরদস্তি মা ইলিশ ধরছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা চলছে।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় গত ২ সপ্তাহে প্রায় ১৮০ জন জেলেকে আটক করা হয়েছে।
জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আর অর্থ জরিমানাও করা হয়েছে। সাথে প্রায় ৩০ লাখ মিটার জাল, দেড় মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
কড়া পাহারা চলছে ইলিশ রক্ষায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি দল চাঁদপুরের পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে টহল দিচ্ছে।
উল্লেখযোগ্য যে, মা ইলিশ ধরা বন্ধ রয়েছে। গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের সব অভয়াশ্রমে ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
