ঢাকা: কুয়ালালামপুরের এইবার আটক করা হয়েছে ১৯৬ জনকে। চৌ কিট এলাকায় শুক্রবার রাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বিশাল ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করেছে।
প্রায়ই এইরকম আটক কার্যক্রম চলছে দেশে।
পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক স্থাপনাগুলোতে অভিযান চালানো হয় কড়াভাবে।
জানা গিয়েছে, প্রায় ৭০০ মিটার দীর্ঘ এলাকায় অবস্থিত ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান—রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলে প্রায় ৪০০ জন বিদেশি, স্থানীয়কে তল্লাশি করা হয়েছে।
তবে যারা বৈধ কাগজ দেখাতে পারেননি, অর্থাৎ আট দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকদের আটক করা হয়।
এবং পাশাপাশি তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। এরা মনে মনে কাজ করছিলেন। জানা যাচ্ছে, এরা অবৈধ অভিবাসী নিয়োগ দিতেন।