ঢাকা: স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের অসতর্কতার কারণে এই অবৈধ স্বর্ণ চোরাচালানারীদের বাড়বাড়ন্ত আরো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক।
মো. শরীফুল আলম (৩০), ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী ১নং ও ২নং ক্যানোপী মাঝখান এলাকা থেকে মো. শরীফুল আলম ও জুবায়ের পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে।
অবশেষে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স আটক করে।
গাড়িটি তল্লাশি করে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট ১ হাজার ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
২২ ক্যারেট মানের স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।