ঢাকা: গত একমাসে উড়াল দেওয়ার আগে ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।

যেগুলোর কোনোটির চাকা খুলে পড়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়াসহ এরকম হাজার সমস্যা।

এতরকম ত্রুটি নিয়ে যাত্রীদের ভোগান্তি চরমে! এর মূল্য চোকাতে হচ্ছে যাত্রীদের।

একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা বিলম্ব হয়েছে। শত শত যাত্রী বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এটি হঠাৎ কোনো দুর্ঘটনা নয়—বরং দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণ অবহেলার ফল।

মঙ্গলবার (১২ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

জানা যায়, উড়োজাহাজের সংকটে বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানিয়েছেন, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট দুটি আগামীকাল বুধবার পরিচালিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *