সুনামগঞ্জ: ফুটবল খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে, নিহত হন দুইজন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
যেই সেই সংঘর্ষ নয়, একদম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
শুক্রবার বিকালে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজন হলেন—লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা, বীরাঙ্গনা কাঁকন বিবির মেয়ে জামাই আব্দুল মতিন এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর।