ঢাকা: ঢাকাসহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
দেশে গত এক দিনে ডেঙ্গু রোগে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন করে ৩৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হিসেব বলছে, এই সংখ্যা নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ১৩২ জন মারা গিয়েছেন ডেঙ্গুতে। এদিকে, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৮৩১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, নতুন করে মারা যাওয়া দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজন নারী, একজন পুরুষ।
ডেঙ্গু জ্বর নিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১ হাজার ৫৪৬ জন।