পটুয়াখালী: ধর্ষণ, মবে দেশের জনগণ আতঙ্কিত।
এবার নবম শ্রেণীর দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক নামে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগের পর থেকে আত্মগোপনে আছেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
পুলিশ ঘটনা সম্পর্কে জানায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামে এক যুবক তার বান্ধবী নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডাকে।
এদিকে অনিকের বাড়ি যাওয়ার সময় উক্ত শিক্ষার্থী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে যায়। কিন্তু তারা দুজনেই ধর্ষণের শিকার হয়।
অনিক দুই বান্ধবীকেই ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
নির্যাতিতা দুইজন থানায় অভিযোগ করেছে।
