পাবনা: মর্মান্তিকভাবে প্রাণ গেলো তিনজনের।
পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, একটি অটোরিকশা ভ্যানে কয়েকজন শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। পথে বাঁশবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে হঠাৎ ধাক্কা দেয়।
ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনাটি ঘটে রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে।
নিহতরা হলেন-ভ্যানচালক আকরাম হোসেন, পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবু তোহা।
