চট্টগ্রাম: ডেঙ্গু, জঙ্গী উদ্বেগের মধ্যে হঠাৎ করে বাংলাদেশে আরেক উদ্বেগ বাড়লো। সেটা জিকা ভাইরাস।
চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
দুইজনের একজন পুরুষ, একজন নারী।তাদের দুজনেরই বয়স ৪২।
সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের প্রাথমিক অস্তিত্ব শনাক্ত হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, ‘আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা এবং শরীর লালচে হওয়া—এই উপসর্গ দেখা গেছে।
অপরদিকে, আক্রান্ত নারী জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন। তাই তারা ইপিক হেলথকেয়ারের ল্যাবে পরীক্ষা করান।
সেখানে রোগীদের রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।
তবে যেহেতু এটি একটি কম্বাইন কিটের মাধ্যমে করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়—তাই চূড়ান্ত নিশ্চিতকরণে আরও কিছু পরীক্ষা প্রয়োজন।’
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নগরের বেসরকারি এপিক হেলথ কেয়ার ল্যাবে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।
আমরা তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। আজ (মঙ্গলবার) থেকে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে এই জিকা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।
* জিকা ভাইরাসে আক্রান্ত হলে ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে,
* প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে,
*জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেতে হবে।
জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। এছাড়াও, যৌন মিলন, রক্ত সঞ্চালন এবং গর্ভাবস্থায় মায়ের থেকে সন্তানের শরীরেও এই ভাইরাস ছড়াতে পারে।