ঠাকুরগাঁও: সারা দেশটা ভরে গেছে মাদকে, লুন্ঠনে, দুর্নীতিতে, মবে।যা যা আছে সবকিছু দিয়ে ভরিয়ে ফেলেছেন ইউনূস।যেদিকে তাকানো যায় সেদিকেই দুর্গন্ধ।

এইবার ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহণ অফিস থেকে এই মাদকের চালানটি উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ‌ এই বিষয়টি জানিয়েছেন, কয়েক দিন আগে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহণের মাধ্যমে একটি কার্টুনে কয়েলের প্যাকেটের ভেতর ইয়াবা ট্যাবলেটগুলো কসটেপ দিয়ে মুড়িয়ে ঠাকুরগাঁওয়ে পাঠান।

পার্সেলটির প্রাপকের ঠিকানায় একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ। এতে কর্তৃপক্ষের সন্দেহ হয়।

পরে নিশ্চিত হওয়ার পর তারা জেলা প্রশাসনকে বিষয়টি জানান । জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

কার্টুনটি খোলা হলে দেখা যায় ভেতরে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

তবে জড়িতদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *