ঢাকা: বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক এখন।দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি। ঢাকা শহরে তো বাড়ছেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে।

চারদিকে আবর্জনা , জল জমে থাকা এইসবে ডেঙ্গু কমার আর উপায় নেই।

মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করা, মশারী টাঙানো, এবং বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া ডেঙ্গু প্রতিরোধের জন্য জরুরি।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২১২ জন।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বরিশাল বিভাগের অবস্থা খুব ভালো নয়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং ময়মনসিঙ্গহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এবং হিসেব বলছে, ২৪ ঘণ্টায় ১৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখযোগ্য যে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৮৮৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *