ঢাকা: মেজর সাদিকুলকে নিয়ে আরো একটি ষড়যন্ত্র।

দেশের অবস্থা এখন এমন হয়েছে, রাজাকারের বাচ্চারা দেশের পতাকা কামড়ে ধরেছে।

সময় সুযোগ বুঝে এখন রূপকথার গল্পের ভিতর মেজর সাদিক’কে বলিদান করা হয়েছে।

শপথ রক্ষার সৎ সাহস সবার থাকে না, তাঁর হয়তো ছিলো, তাই তাঁকে সরিয়ে দেয়ার জন্য সব নাটক মঞ্চস্থ হচ্ছে।

আওয়ামিলীগ’কে ট্রেনিং দিচ্ছে এমন বানোয়াট মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

শুধু সেনাবাহিনী নয় এরকম অনেক পুলিশ সদস্য আছে যারা কিনা একাত্তরকে বিশ্বাস করে এবং দেশপ্রেমকে বুকে ধারণ করে।

তাঁদের চিনতে পারলেই মেজরের মতো অবস্থা করে ছাড়ছে ইউনূস গং।

খবর আছে, ২০২০ সালের পর থেকেই মেজর সাদিকুল’কে হত্যার প্লান করে আসছিল ৭১ এর রাজাকার এবং আলবদরের উত্তরসূরিরা।

এখন ঝোপ বুঝে একটা বানোয়াট গল্প সাজানো হয়েছে।

আওয়ামীলীগ হচ্ছে এই দেশের গণমানুষের দল!

বাংলাদেশ আওয়ামীলীগ কখনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি — এসেছে জনগণের ভোটে, আন্দোলনে, রক্তে-ঘামে।

বর্তমানে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের পক্ষের একজন চৌকস এবং সম্মানিত অফিসারকে ঘিরে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে, তা আসলে সেই চিহ্নিত আন্তর্জাতিক চক্রান্তের অংশ এবং ইউনুসের মেটিকিউলাস ডিজাইন।

এই পুরো প্রপাগাণ্ডা পরিচালিত হচ্ছে অবৈধ দখলদার, “নোবেল বণিক” ইউনূসের আরেকটি সুপরিকল্পিত এবং মেটিকুলাস নকশা থেকে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার’ অভিযোগে আটক এক সেনা কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর-আইএসপিআর।

এদিন, শুক্রবার দুপুরে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে সবকিছুই মেটিকুলাস ডিজাইনের অংশ।

ওই ঘটনায় ঢাকার ভাটারা থানায় পুলিশের দায়ের করা মামলায় বলা হয়, গত ৮ জুলাই নাকি বসুন্ধরাসংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে।

বলা হচ্ছে বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন তিন থেকে চারশ জন । সেখানে তারা ‘সরকারবিরোধী স্লোগান’ দেন।

মামলার এজাহারে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করা, শাহবাগ মোড় দখল করে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টি করা, মানুষের মধ্যে ‘আতঙ্ক সৃষ্টি করে’ শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার মত পরিকল্পনা করা হয় সেখানে।

বৃহস্পতিবার পর্যন্ত ওই মামলায় ২২ জনকে গ্রেপ্তার করার তথ্য সাংবাদিকদের দিয়েছেন ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *