ঢাকা: আগামি ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
নিরাপদ প্রজনন নিশ্চিতেই এই নিষেধাজ্ঞা।
আজ, সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা ফরিদা বলেন, মোট ২২ দিন ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলের পরিবারকে চাল দেওয়া হবে। পরিবার প্রতি ২৫ কেজি চাল দেওয়া হবে।
ইলিশ নিষেধাজ্ঞার এই সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে, বিশেষ সংরক্ষণ অভিযান চলমান থাকবে।
এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। বলা হচ্ছে , অপরাধ করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা এগুলো সব দণ্ডও হতে পারে।