ঢাকা: মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়।
ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয় গত ৪ অক্টোবর থেকে। ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এবার আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলে।
বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়।
প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা দুই সময়ই মা ইলিশের ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ। এই দুটি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়।
সময়টুকুতে মা ইলিশ একটু নিরিবিলি, নিরাপত্তা পায়।
তবে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করেও মাছ ধরেছেন।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায়। এর ফলে ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ পরিবারে যুক্ত হয়।
